করোনাভাইরাস (COVID-19) রোগ টি ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহরে দেখা দিলেও। এখন এটি সারাবিশ্বের একটি আতংকের নাম। এই ভাইরাস টির কারণে সারাবিশ্বে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। অনেকেই সুস্থ হয়ে বাসার ফিরলেও তার পরিমাণ সীমিত।

করোনাভাইরাস থেকে নিরাপদ থাকার উপায়ঃ
১. সুস্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া।
২. মাস্ক বা মুখোশ পরিধান করা।
৩. সবসময় সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ২০ সেকেন্ডের বেশি সময় হাত ধোয়া।
৪. জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়া।
৫. অপরিচিত ব্যাক্তির সংস্পর্শে না আশা।
৬. জ্বর, কাশি, গলা ব্যাথা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেয়া।
৭. হাছি-কাশির শিষ্টাচার মেনে চলা।
৮. আতংকিত না হওয়া।

উপরোক্ত উপায় ছাড়াও সুস্বাস্থ্যের সকল নিয়ম মেনে চলার মাধ্যমে করোনাভাইরাস থেকে নিরাপদে থাকা যাবে।



>> বিজ্ঞাপন দেখে শত শত টাকা আয় করুন। ১০ টাকা হলেই পেমেন্ট নিতে পারবেন। মোবাইল রিচার্জ, বিকাশ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। [ পেমেন্ট প্রুফ + সহজে কাজ করার পদ্ধতি ]



Post a Comment

Previous Post Next Post
You have to wait 15 seconds.