Jio এর কথা আসলে এককথায় সবার মাথায় আসে কম দামের ডাটা প্যাকেজ

 

এককথায় অল্প মূল্যে সেরা অভিজ্ঞতা মানেই Jio.
Jio তাদের গ্রাহকদের জন্য লাইভ টিভি এর ব্যবস্থা করে একদম ফ্রি। যেখানে ভারতীয় প্রায় ৯০০+ চ্যানেল রয়েছে। ভারতীয় হলেও ইংরেজি বাংলা হিন্দি স্পোর্টস সকল ক্যাটাগরিতে চ্যানেল রয়েছে।
বাংলাদেশ থেকে JioTV Live Online দেখতে আপনাকে অবিশ্যই একটি Jio সিম এবং ইন্ডিয়ান ভিপিএন দরকার হবে। কিন্তু আজকের ট্রিক ফলো করলে আপনি ফ্রিতে এসব দেখতে পারবেন।
এখান থেকে এই সাইটে যাবেন ঃ https://bdixtv24.tk এই সাইটে গেলেই দেখতে পারবেন সকল চ্যানেলের লিস্ট আছে, সেখান থেকে আপনার পছন্দমতো চ্যানেল বা ক্যাটাগরি বাছাই করে চ্যানেল দেখতে পারবেন একদম ফ্রি।
এখানে ৯০০ এর সকল চ্যানেল তেমন কাজে আসবে না বাংলাদেশিদের
তবে ৫০-৭০ টার মতো বাংলা হিন্দি ইংরেজি চ্যানেল আছে যেগুলো আমরা সবসময় দেখে থাকি। তাই এগুলো আমাদের ভালোই কাজে আসবে।

স্ক্রিনশট দেখুন ঃ

 

 


উপসংহার

অনেক সাইট বা অ্যাপ আছে যেখানে চ্যানেল দেখা অনেক ঝামেলার সেই সাথে বেশিরভাগ ফ্রি প্লেলিস্ট বেশিদিন টিকে না। তবে এই সাইটে Jio এর Api ব্যবহার করা হয়েছে তাই সাইটের চ্যানেলগুলো কোয়ালিটিফুল এবং স্টেবল থাকবে।

Post a Comment

Previous Post Next Post
You have to wait 15 seconds.