আসসালামু আলাইকুম বন্ধুরা...... 

আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন।

করোনা ভাইরাসের মহামারি তে নিজেকে এবং নিজের পরিবারের সবাইকে সুস্থ রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।


intro........

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ট্রিক উপস্থাপন করবো।

করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে আমরা বাড়িতে অলস সময় পার করি।

এই অলস সময় কাটাতে অনেকেই অনলাইন গেম নির্ভর হয়ে পরেছি।

অসংখ্য অনলাইন গেমের মধ্যে Garena Free Fire অন্যতম।


আমরা যারা Free Fire গেম খেলি এবং গেম খেলার সময় লক্ষ্য করি অনেক প্লেয়ারের নাম বিভিন্ন স্টাইল করে লেখা। তখন মনে মনে ভাবি, ইশ আমার নামটাও যদি এমন স্টাইল করে লিক্তে পারতাম।


চিন্তা করবেন না, আপনার চিন্তা দূর করতে আমি হাজির হয়েছি।


আজ আমি আপনাদের দেখাবো, কিভাবে আপনার Free Fire গেমের ইউজার নাম টি স্টাইল করে লিখবেন।


আর কথা না বাড়িয়ে  চলুন শুরু করা যাক........


কার্য পদ্ধতিঃ

১. সর্বপ্রথম এই লিংকে প্রবেশ করুন।

২. উক্ত সাইটে প্রবেশ করলে অসংখ্য স্টাইলিশ নাম দেখতে পারবেন।

৩. যেকোনো একটি নাম কপি করে নোটপ্যাডে নিয়ে এডিট করুন এবং এডিট শেষে কপি করে নিন।




৪. অথবা সব উপরে সার্চবারে আপনার নাম লিখে সার্চ করুন। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত নাম টি কপি করে নিন।



৫. এখন Free Fire গেমে প্রবেশ করুন।

৬. এখন Profile এ ক্লিক করুন।

৭. এরপর এডিট আইকনে ক্লি করুন।



৮. এখন ফাকা বক্সে আপনার কপি কৃত নাম টি প্যাস্ট করে দিন।



৯. সব ঠিকঠাক থাকলে কনফার্ম করে দিন।


[বিঃদ্রঃ নাম পরিবর্তন করতে হলে, আপনার ডায়মন্ড খবচ করতে হতে পারে। সে ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ ডায়মন্ড রেখে নাম পরিবর্তন করতে পারবেন।]

বুঝতে না পারলে নিচের ভিডিও দেখুন......


 

ভিডিও লিংকঃ এখানে ক্লিক করুন  

সৌজন্যেঃ bdjobfinder.xyz

দেখা হবে পরবর্তী কোনো পোস্টে।

ধন্যবাদ...........      

Post a Comment

Previous Post Next Post
You have to wait 15 seconds.