গাজার তৈরি দুইটি ওষধ।


মৃগী এবং মাল্টিপল স্কেলেরােসিসে আক্রান্ত রােগীদের চিকিৎসার জন্য গাঁজার তৈরি দুটি
ওষুধ ব্যবহারের অনুমােদন দিয়েছে যুক্তরাজ্যের
ন্যাশনাল হেলথ সার্ভিস বিভাগ (NHS)।
দেশটির ওষুধের মান যাচাইকারী সংস্থা
ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ কেয়ার
এক্সিলেন্স (NICE)-এর নতুন নীতিমালা
অনুসরণ করে এ ওষুধ তৈরি করা হয়।

ক্যান্সার নিরাময়ের নতুন সফলতা।


ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে নতুন একটি
ওষুধের সম্ভাবনার কথা জানিয়েছেন
বিজ্ঞানীরা। তারা বলছেন, এরই মধ্যে
ছয় ধরনের ক্যান্সার প্রতিরােধে ওষুধটি
সফলতা দেখিয়েছে। ২০১৯ সালের
এপ্রিলে এ সংক্রান্ত গবেষণাপত্র চিকিৎসা
সাময়িকী দ্য ল্যানসেট অনকোলজিতে প্রকাশিত হয়। যুক্তরাজ্যের ক্যান্সার
গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা
বলছেন, যেসব রােগী ক্যান্সারের শেষ
পর্যায়ে আছে কিংবা ওষুধ দিয়ে
প্রতিরােধ করা যায় না, এমন ক্যান্সারের
ক্ষেত্রে নতুন ওষুধটি ব্যাপক সফলতা
দেখিয়েছে। ‘টিসােটুমাব ভেডােটিন
(টিভি)' নামের নতুন এ ওষুধ ক্যান্সার সেলকে মেরে ফেলে।

 প্রথমবারের মতো কৃত্তিম গর্ভাশয় তৈরি।


বিশ্বে প্রথমবারের মতাে কৃত্রিম গর্ভাশয় তৈরিতে
সফল হন জাপানের বিজ্ঞানীরা। এ গর্ভাশয়
তৈরিতে কৃত্রিম প্লাসেন্টা বা গর্ভফুল প্রযুক্তি
ব্যবহার করা হয়। গবেষণা সংক্রান্ত নিবন্ধটি
আমেরিকান জার্নাল অব অবসট্রেটরিকস
অ্যান্ড গাইনােকলজি’ সাময়িকীতে প্রকাশিত
হয়। গবেষণায় দেখা গেছে, কৃত্রিম গর্ভাশয়
বা কৃত্রিম গর্ভফুলভিত্তিক লাইফ সাপাের্ট
সিস্টেমটি ৬০০-৭০০ গ্রাম পর্যন্ত ভেড়ার জ্বণ
ধরে রাখতে পারে, যা মানবভ্রণের ক্ষেত্রে ২৪
সপ্তাহ পর্যন্ত রাখা যেতে পারে।


বিজ্ঞাপন দেখে দৈনিক শত শত টাকা আয় করুন, ১০ টাকা হলেই উইথড্র । [ পেমেন্ট প্রুফ + সহজে কাজ করার পদ্ধতি ]

Post a Comment

Previous Post Next Post
You have to wait 15 seconds.